নয়াগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে রক্তদান শিবির

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: রক্তের গ্রীষ্মকালীন চাহিদা মেটাতে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের নয়াগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব আর্যের বিশেষ উদ্যোগে , বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। মঙ্গলবার আয়োজিত এই রক্তদান শিবিরে ২ জন মহিলা সহ মোট ৭৩ জন রক্তদান করেন। এদিনের রক্তদানে উৎসাহ দিতে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ, সমাজসেবী মুকুল সামন্ত, ডি গুড়গুড়িপাল থানার ওসি আসিফ সানি,সদর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধক্ষ্য দিলীপ কুমার দে, স্থানীয় পঞ্চায়েত প্রধান অঞ্জলি সরেন,রক্তদান আন্দোলনের কর্মী সমাজসেবী ফাকরুদ্দিন মল্লিক প্রমুখ। রক্তদান কর্মসূচিকে সফল করতে সবরকম সহযোগিতা করেন অধ্যাপক অংশুমান দাশ চৌধুরী , সমাজকর্মী অধ্যাপক ডঃ শান্তনু পাণ্ডা। এছাড়াও সহযোগিতার হাত বাড়িয়ে দেন অজিত মাইতি, সেক সাত্তার, আশির খান, কচি চালকসহ আরো অনেকে। অতিথিরা রক্তদাতাদের গোলাপ দিযে উৎসাহিত করেন।রক্ত সংগ্রহ করেছেন ডেবরা ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ। প্রধান শিক্ষক বিপ্লব আর্য বিদ্যালয়টিকে একটি মডেল বিদ্যালয় হিসেবে গড়ে তুলতে প্রতিনিয়ত আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বর্তমানে বিদ্যালয়টি মেদিনীপুর সদর ব্লকের অন্যতম সেরা বিদ্যালয়। প্রধান শিক্ষক বিপ্লব বাবু জানান করোনা আবহ জনিত রক্তের সংকট এবং রক্তে গ্রীষ্মকালীন চাহিদা মেটাতে তাঁরা এই উদ্যোগ গ্রহণ করেছেন। এদিনের শিবিরে বহু মানুষ নিজে থেকে এগিয়ে এসে রক্ত দিয়েছেন। বিপ্লববাবু চান, এভাবেই গ্রামীণ এলাকা গুলিণে আরোও বেশি বেশি করে রক্তদান শিবির আয়োজিত হোক।