|
---|
লুতুব আলি : বড়শুল ইদুজ্জোহাতে শান্তি বজায় রাখতে ইমামদের নিয়ে বৈঠক করলেন বিধায়ক। ৫ জুন বর্ধমান ২নং পঞ্চায়েত সমিতিতে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হল। বর্ধমান ২ নং ব্লকের মুসলিম অধ্যুষিত গ্রামের মসজিদের ইমাম ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। পৌরহিত্য করেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক। এই বৈঠকে নিশীথ কুমার মালিক বলেন, তাঁর বিধানসভা এলাকাটি সম্প্রীতি ও ঐক্যের প্রতীক। এখানে কোন অপ্রীতিকর ঘটনা ঘটে না। পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ পরমেশ্বর কোনার এই প্রতিবেদককে জানান, হিন্দু মুসলমান এই এলাকায় একে অপরের উৎসবে অংশগ্রহণ করে থাকেন। আসন্ন ইদুজ্জোহাতেও সম্প্রীতি সমানভাবে অটুট থাকবে বলে তিনি মনে করেন। এই ব্লকের তাঁত খন্ড গ্রামের মসজিদের ইমাম সাহেব তথা তাঁত খন্ড জামে মসজিদ ও পরিচালক হাফিজ আহমাদুল্লাহ এই বৈঠকে উপস্থিত ছিলেন। তিনি বলেন, প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ নিবিড় হলে যে কোন অপ্রীতিকর ঘটনার মোকাবিলা খুব সহজেই করা যায়। এই বৈঠকে উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক সুবর্ণা মজুমদার, শক্তিগড় থানার ও.সি কুনাল বিশ্বাস, পঞ্চায়েত সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অরুন গোলদার, পূর্ত কর্মাধ্যক্ষ সৌভিক পান প্রমুখ।