|
---|
নিজস্ব সংবাদদাতা : এবার শান্তির শহর মেদিনীপুরেও দুষ্কৃতী হামলার অভিযোগ। পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরের সিপাইবাজার সংলগ্ন গির্জা এলাকায় (২ নং ওয়ার্ড) এক যুবকের উপর হামলা হয় বলে অভিযোগ। এলোপাতাড়ি ধারালো অস্ত্রের কোপে বছর ২০’র ওই যুবক গুরুতর আহত অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি। যুবকের নাম মির্জা রাজ।
আহত যুবক ও তাঁর পরিবারের দাবি, রবিবার রাত্রি ১১ টা নাগাদ সাইকেলে চেপে ওষুধ নিয়ে ফেরার পথে, রাজের উপর হামলা চালায় স্থানীয় এক দুষ্কৃতী। টাকা চেয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। তা না দেওয়ায়, গলায় থাকা সোনার চেন ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। তারপর-ই ধস্তাধস্তি শুরু হলে, ওই দুষ্কৃতী ভোজালি বা ছুরি জাতীয় ধারালো অস্ত্র দিয়ে রাজকে আক্রমণ করে বলে অভিযোগ। তারপরই ওই দুষ্কৃতী পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে রাজ-কে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।