|
---|
মঞ্জুর মোল্লা, নতুন গতি, নদীয়া: অবশেষে ষষ্ঠীর দিনে কফিনবন্দি বিএসএফ পরিতোষ মণ্ডলের দেহ। নদীয়ার পলাশিপাড়ার থানার রুদ্রনগরের বাড়িতে পৌঁছয়।শেষ শ্রদ্ধা জানাতে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সংসদ মহুয়া মৈত্র ও পলাশীপাড়া বিধানসভার বিধায়ক তাপস সাহা সকলে তাকে শেষ শ্রদ্ধা জানাই এরপর সেখান থেকে কফিনবন্দি দেহ নিয়ে যাওয়া হয় পলাশির ঘাটে। সেখানেই সৎকার করা হয়।কয়েকদিন আগে ছেলের সাথে ফোনে কথা হয়েছিল বাড়ি ফিরবে তারপর আর ছেলের সাথে কথা হয়নিএর পরেই তার কফিনবন্দি দেহ ঘরে ফিরতেই কান্নায় ভেঙ্গে পড়ল গোটা পরিবার। প্রথমে চাপড়ার সীমানগর বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয় পরিতোষ মন্ডল এর দেহ এর পরেই সেখান থেকে পৌছাই তার গ্রামের বাড়িতে। গোটা রুদ্রনগর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া