বর্ধমানে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে নাগরিক দিবস উদযাপন

সংবাদদাতা : পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌর সভার ২৬ নং ওয়ার্ডের গোদায় পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক কাঞ্চন কাজীর নেতৃত্বে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস ও নিউ ইয়ার পালন করা হয়। গোদায় এই অনুষ্ঠানে দলের বহু কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। উপস্থিত মানুষকে নতুন বছরের শুভেচ্ছা জানান জেলার জনপ্রিয় নেতা কাঞ্চন কাজী । তিনি বলেন, নতুন বছরে মানুষের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে। মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টা রুখতে আমাদের আরও সক্রিয় হতে হবে। পৃথক একটি অনুষ্ঠানে বর্ধমান শহরের বাদাম তলায় বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়ের জনপরিষেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসকে নাগরিক দিবস হিসাবে পালন করা হয়। নতুন বছরের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়, প্রাক্তন পারিষদ ও জেলা তৃণমূলের দুই সাধারণ সম্পাদক খোকন দাশ ও কাঞ্চন কাজী প্রমুখ । অনুষ্ঠানে উপস্থিত বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায় দলের কর্মী সমর্থকদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেন, আগামী দিনে আমাদের আরও চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। মানুষে মানুষে লড়িয়ে দেবার যে অপপ্রয়াস চলছে, তা প্রতিহত করা আমাদের কাছে কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে। তিনি বলেন, ভারতবর্ষের নাগরিকদের নাগরিক অধিকার আজ বিপন্ন হতে বসেছে। তাই, আমরা আজ আমাদের দলের প্রতিষ্ঠা দিবসকে নাগরিক দিবস হিসেবে পালন করছি। বক্তব্য রাখেন তৃণমূল নেতা খোকন দাশ। তিনি জনপরিষেবা কেন্দ্র মানুষের কীভাবে পাশে থাকবে তার বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। তৃণমূল নেতা কাঞ্চন কাজী মানুষের মধ্যে সম্প্রীতির সম্পর্ক অক্ষুণ্ণ রাখার আবেদন জানান। নতুন বছরের দলের প্রতিষ্ঠা দিবসে উপস্থিত মানুষজনদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।