|
---|
শিলিগুড়ি: শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ী অঞ্চল থেকে উদ্ধার করা হলো আনুমানিক এক কোটি টাকা মূল্যের বার্মা কাঠ । পাচারের উদ্দেশ্যে আসামে গোহাটি থেকে শিলিগুড়ি আসছিল দুটি কাঠবোঝাই ভর্তি ট্রাক।
রেঞ্জার অফিসার সঞ্জয় দত্তের নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয় ফুলবাড়ী অঞ্চলে। অভিযানে বিশেষ সাফল্য আসে। ট্রাক দুটিতে তল্লাশি করে আনুমানিক এক কোটি টাকা মূল্যের বার্মা কাঠ উদ্ধার করা হয়। এই ঘটনায় আটক করা হয়েছে তিনজনকে। তিনজনের বাড়ি হরিয়ানায় বলে জানা গিয়েছে।
অভিনব উপায়ে কাঠ পাচারের চেষ্টা করা তাদের ব্যর্থ হয়েছে। লরি দুটির চারপাশে প্লাইবোর্ড দিয়ে এমনভাবে ঘেরা হয়েছিল , দেখে মনে হচ্ছিল প্লাইবোর্ড নিয়ে যাওয়া হচ্ছে। বনদপ্তর এর কাছে আগে গোপন সূত্রে খবর ছিল। সেই খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় চোরাই কাঠ।