|
---|
নিজস্ব সংবাদদাতা: ছুটন্ত গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে একটি পূর্ণ বয়স্ক পুরুষ লেপার্ড ক্যাটের । এদিন দুর্ঘটনাটি ঘটে কালচিনি ব্লকের হাসিমারার আলিপুরদুয়ারগামী ৩১ নম্বর জাতীয় সড়কে নীলপাড়া রেঞ্জের ঠিক সামনে ।
মঙ্গলবার আনুমানিক বেলা এগারোটা নাগাদ বনদপ্তরের পক্ষ থেকে ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে । যদিও বনদপ্তরের তরফ থেকে বনাঞ্চল সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়কে চলাচলকারী যানবাহন গুলির গতিবেগ ঘন্টায় ৪০ কিলোমিটারের মধ্যে বেঁধে দেওয়া হয়েছে । কিন্তু এক শ্রেণির গাড়ি চালকদের বেপরোয়া মনোভাবের জন্য দিনের পর দিন গতির বলি হচ্ছে প্রচুর বন্যপ্রাণী । বনদপ্তর সূত্রে জানানো হয়েছে যে , ওই বেপরোয়া চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের দ্বারস্থ হবেন বনকর্তারা । বন দপ্তরের কর্তারা জানিয়েছেন বারবার বলা হলেও,কিংবা বোর্ড লাগানো হলেও কিছুই মানেন না গাড়ির চালকেরা। আনেকেই রাত হলেই প্রচণ্ড গতিতে গাড়ি চালান,অনেকেই চালান মদ্যপ অবস্থায়,জরিমানা করলেও নিজের প্রভাব খাটিয়ে বেরিয়ে যান তারা। যার ফলে ঘটেই চলেছে একের পর এক দুর্ঘটনা। ফুর্তি করতে এসে বেপরোয়াভাবে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটছে অনেক দিন থেকেই। যার কোন সমাধান করা যাচ্ছে না,বলে ক্ষোভ আছে বন দপ্তরের কর্মীদের মধ্যে।