|
---|
করোনা রুখতে চলছে লকডাউন আর এই লকডাউনের প্রভাব পড়েছে আম চাষেও চলছে কীটনাশক ওষুধের কালোবাজারি
নতুন গতি ওয়েব ডেস্ক:
করোনা রুখতে চলছে লকডাউন আর এই লকডাউনের প্রভাব পড়েছে আম চাষেও চলছে কীটনাশক ওষুধের কালোবাজারি। শ্রমিকের অভাবে চরম সমস্যার কবলে আম চাষীরা।
লকডাউন সমস্যার মাঝে কিছু দিন হল বৃষ্টিতে আমের ব্যাপক ক্ষতি হয়েছে মালদায়। এমনটাই জানিয়েছেন আম চাষীরা। গাছে যেটুকু মুকুল আছে তাকে বাঁচাতে এই মুহূর্তে বিশেষ প্রয়োজন কীটনাশক স্প্রে । কিন্তু এই লকডাউনের জন্য পাওয়া যাচ্ছে না কীটনাশক ঔষধ। বহু দোকান পাট বন্ধ। যদিও বা পাওয়া যাচ্ছে চড়া দামে কিনতে হচ্ছেফ আমচাষীদের। এছাড়া লকডাউন থাকায় স্প্রে করার জন্য শ্রমিকের অভাব রয়েছে ।স্বাভাবিকভাবে এই মুহূর্তে চরম সমস্যায় পড়েছে মালদা জেলার আম চাষিরা। মালদহের আমের কথা সকলেই অবহিত। এখন এই লকডাউনের মধ্যে কিভাবে গাছে আমের ফলন পাওয়া যায় এবং আমচাষের উন্নতি করা যায় তা নিয়ে এখন চিন্তা করছে আম চাষীরা।