|
---|
দেবজিৎ মুখার্জি: কাবেরীর জল ছাড়ার প্রতিবাদে শুক্রবার কর্নাটক বন্ধের ডাক দিয়েছে কন্নড়পন্থী সংগঠন এবং কৃষক সংগঠনগুলি। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অচল থাকবে গোটা রাজ্য। রাজ্যের বিভিন্ন প্রান্তে ১৪৪ ধারা জারি করেছে পুলিশ। যদিও বন্ধকে সমর্থন জানিয়েছে কর্নাটকের অটো রিকশা এবং হেল রাইডার্স অ্যাসোসিয়েশন।
তবে, কর্নাটকে রাজ্য সরকার পরিবহণ নিগম এবং বেঙ্গালুরু পরিবহণ নিগমের বাস পরিষেবা চালু থাকবে। খোলা থাকবে ব্যাঙ্ক, হাসপাতাল, অ্যাম্বুল্যান্সের মতো জরুরি পরিষেবা। বন্ধকে সমর্থন জানিয়েছে বিজেপি, জেডিএসের মতো দলগুলিও।