|
---|
বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:- সর্বজনীন শ্রী শ্রী শ্যামা কালি পূজা উপলক্ষে ৪৯ তম বর্ষ নূরপুর মাঝের পাড়া ও মা কালী সংঘের পরিচালনায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মাঝের পাড়া পার্শ্ববর্তী এলাকায় ভূচকা খাওয়া,যেমন খুশি তেমন সাজো ও আরো বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ঠ সমাজসেবী কার্তিক গাঙ্গুলি,সমীর সিং এছাড়াও উপস্থিত সভাপতি তরুণ ডাকুয়া ও সমীর দাস,সম্পাদক নেপাল দুলুই ও অভিজিৎ ডাকুয়া,শুভেন্দু পুরকাইত,পার্থ,সৌমেন,দেবাশীষ সহ মা কালী সংঘের সকল সদস্য বৃন্দগণ।
এই অনুষ্ঠানের আয়োজকরা জানান, বিগত বছরের ন্যায় এবছরও আমরা সকল মানুষকে আনন্দ দিতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের একত্রিত হয়ে সম্প্রীতির বন্ধন ঘটাতে আমরা প্রতিবছর এই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকি।