|
---|
মালদা, ৮ জুন : মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্স ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস পালন।
শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ, মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের বাণিজ্য ভবনে ব্যবসায়ীদের নিয়ে বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মালদা জেলা সি এম ও এইচ ২ অমিতাভ মন্ডল,ইংরেজবাজার ফুড সেফটি অফিসার কুমার সন্দীপ, মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি দেবব্রত বসু, যুগ্ম-সম্পাদক উজ্জ্বল ভদ্র, উত্তম বসাক, কোষাধক্ষ্য বিমল চন্দ্র দাস সহ অন্যান্য সদস্যরা। বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয় বাণিজ্য ভবনে। প্রজেক্টরের মাধ্যমে খাদ্য সুরক্ষা নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরা হয় ব্যবসায়ীদের সামনে। এই বিষয়ে সি এম ও এইচ ২ অমিতাভ মন্ডল জানিয়েছেন, ব্যবসায়ীদের বিভিন্ন বিষয়ে সচেতন করার জন্য মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়েছে।
মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি দেবব্রত বসু জানিয়েছেন, ব্যবসায়ীদের স্বার্থে বিশ্ব খাদ্য সুরক্ষা দপ্তর দিবসে ব্যবসায়ীদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।