|
---|
বাবু হক : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে, বৃক্ষ রোপন করা হলো, বাঁকুড়া জেলার বিষ্ঞুপুর পাঞ্চেৎ বিভাগের তালডাংরা বনাঞ্চল এলাকার চেঁচুরিয়া ইকোপার্কে। এদিনের স্মরনীয় বৃক্ষ রোপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যায়ক্রমে বিভিন্ন স্তরের আধিকারিক,নিরাপত্তা বাহিনী ও বনাঞ্চলের কর্মীদল। বৃক্ষ রোপন করার সাথে সাথেই বৃক্ষ রক্ষা করার উপর গুরুত্বারোপ করা হয়। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।