|
---|
নূর আহমেদ, মেমারি : সি আই টি ইউ মেমারি ১ পশ্চিম এরিয়া সমন্নয় কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। রবিবার মেমারি সিআইটিইউ লড়ি ইউনিয়ন অফিস প্রাঙ্গনে। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে রক্তদান শিবিরের সূচনা হয়। পতাকা উত্তোলন করেন, বদ্রী চরন লাহা। রক্তদান শিবির উদ্বোধন করেন, সিআইটিইউ রাজ্য কমিটির সদস্য সুকান্ত কোঙার। সুকান্ত কোঙার বলেন, রক্ত সংকট দূর করার প্রচেষ্টায় এই রক্তদান শিবিরের আয়োজন এই উদ্যোকে অভিনন্দন জানান। শিবিরে ৭ জন মহিলা সহ মোট ৪৪ জন স্বেচ্ছায় রক্ত দান করেছেন। এই শিবিরে উপস্থিত ছিলেন, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সনৎ ব্যানার্জী, পিযুষ বিশ্বাস, প্রশান্ত কুমার ও অন্যান্য নেতৃবৃন্দ। রক্ত সংগ্রহে সহযোগিতা করেন বর্ধমান রশ্মি ব্লাড ব্যাঙ্ক।