|
---|
নিজস্ব সংবাদদাতা,ইন্দাস : বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের কুমনা গ্রামের ‘কুমনা তরুণ সংঘ,’এর উদ্যোগ ও ব্যবস্থাপনায় ২৯ এপ্রিল বুধবার পবিত্র রমজান উপলক্ষে দরিদ্রদের কিছু খাবার বিতরণ করা হয়।করোনার সংক্রমণ রোধে দেশজুড়ে চলছে লক ডাউন।তারই জেরে দিন আনে দিন খায় মানুষ এর কথা ভেবে এই আয়োজন।কিছুটা হলেও দরিদ্র পরিবারগুলির মধ্যে খাদ্য সামগ্রী পাওয়ায় খুশির ভাব দেখা যায়।
অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে ছিলেন স্থানীয় ইন্দাস এর বিধায়ক গুরুপদ মেটে,ইন্দাস থানার ওসি বিদ্যুৎ কুমার পাল এবং থানারই মেজো বাবু বলদেব পাত্র মহাশয়।করোনা প্রসঙ্গে সচেতনতামূলক বক্তব্য রাখেন ওসি বিদ্যুৎ পাল ও বিধায়ক গুরুপদ মেটে।এছাড়াও প্রয়োজনে গ্রামবাসীদের পাশে থাকার আশ্বাস দেন।ঐ দিন জাতি ধর্ম নির্বিশেষে ১০৮ টি পরিবারকে সাহায্য করা হয়।এই সেবা মূলক কাজে গ্রামের মানুষদের সহযোগিতাও ছিল উল্লেখযোগ্য।