দুই আসামির হাতাহাতি ! সেই নিয়েই ভরদুপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল আলিপুর জর্জ কোর্টে

নিজস্ব সংবাদদাতা :দুই আসামির হাতাহাতি। তা ঘিরে ভরদুপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল আলিপুর জর্জ কোর্টে। পুলিশের মধ্যস্থতায় আয়ত্তে এসেছে পরিস্থিতি।

     

    বিষয়টা ঠিক কী? অন্যান্যদিনের মতোই সোমবার সকালে আলিপুর জাজ কোর্টে শুরু হয়েছিল কাজ। আচমকাই দেখা যায়, হাতাহাতিতে জড়িয়ে পড়েছে দুজন। চলে আক্রমণ-পালটা আক্রমণ। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই দুপুর বেলা উত্তেজনা ছড়িয়ে পড়ে আদালত চত্বরে। তড়িঘড়ি পুলিশ তাঁদের সরানোর ব্যবস্থা করে। কিছুক্ষণের মধ্যেই আয়ত্তে আসে পরিস্থিতি।কিন্তু কেন এই হামলা? পুলিশ সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনার একটি মামলা এদিন ছিল আলিপুর জাজ কোর্টে। সেই মামলাতেই অভিযুক্তদের আনা হয় আদালতে। জানা গিয়েছে, এদিন কোর্ট লকআপের মধ্যেই কোনওকারণে ঝামেলা হয়েছিল। সেটাই বড় আকার নেয়। যার জেরে এই হাতাহাতি।