“দুবরাজপুর গভর্ণমেন্ট আই টি আই কলেজে কমিটি গঠন”

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং -এর ঘটনায় এক ছাত্রের মৃত্যু,যাহার প্রেক্ষিতে রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়। শিক্ষাঙ্গনে এ এক জ্বলন্ত সমস্যা। আইনত র‍্যাগিং এক বড় অপরাধ।তাই সরকারের পক্ষ থেকে শিক্ষাঙ্গনে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে নির্দেশ দেওয়া হয়।

    সেই মোতাবেক দুবরাজপুর গভর্ণমেন্ট আই টি আই কলেজে এ্যান্টি রাগিং সচেতনতা সভার আয়োজন করা হয়। এই সংক্রান্ত একটি কমিটি গঠন করে সকলের মধ্যে সচেতনতার বার্তা দেওয়া হয়। এই সভায় উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহিত চার, দুবরাজপুর ব্লক এর পঞ্চায়েত ডেভলপমেন্ট অফিসার স্বর্ণদীপ দত্ত, দুবরাজপুর থানার এ এস আই বিশ্বজিৎ মাল,আইটিআই কলেজে পাঠরত পড়ুয়াদের অভিভাবকগণ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যগণ ও ছাত্র-ছাত্রীরা। উপস্থিত অতিথিবৃন্দ উক্ত বিষয়ে নিজস্ব মতামত ব্যক্ত করেন এবং ছাত্র-ছাত্রীদের সচেনতার বার্তা দেন। কলেজের অধ্যক্ষ মোহিত চার বলেন সরকারের নির্দেশানুযায়ী উক্ত বিষয়ে তদারকি তথা নজরদারি করতে একটি কমিটি গঠন করা হলো।