|
---|
নিজস্ব সংবাদদাতা : দিনেদুপুরে বাড়ির মধ্যে বোনকে গুলি করে খুন করার অভিযোগ দাদার বিরুদ্ধে। বাড়িতে দীর্ঘসময় পড়ে রইল তরুণীর রক্তাক্ত দেহ। চাঞ্চল্যকর ঘটনা আসানসোল (Asansol) দক্ষিণ থানার খটিক পাড়ায়। মৃত তরুণীর নাম কমল সোনকার। ঘটনার পর থেকে পলাতক দাদা রাহুল সোনকার। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল এস এস কুলদীপ। আসেন অন্য পুলিশ কর্তারাও। অভিযুক্তের খোঁজে এলাকায় চলছে জোরদার তল্লাশি। তবে এখনও পর্যন্ত তাঁকে ধরা সম্ভব হয়নি বলে জানা যাচ্ছে।স্থানীয় বাসিন্দাদের দাবি, পারিবারিক বিবাদের জেরেই এই কাণ্ড ঘটেছে। এদিন সকাল থেকেই দাদা-বোনের মধ্য়ে তুমুল ঝামেলা চলছিল। তারমধ্যে গুলির শব্দ পান কেউ কেউ। পরপর দুই রাউন্ড গুলি চলে বলে খবর। রাহুলদের বাড়িতে গিয়ে দেখা যায় সেখানে রক্তাক্ত অবস্থা পড়ে রয়েছেন কমল। পিস্তল হাতে গলিপথে বাড়ি থেকে পালাচ্ছে রাহুল। সূত্রের খবর, এলাকার এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। যা নিয়ে আপত্তি ছিল দাদার। তা নিয়ে প্রায়শই বাড়িতে ঝামেলা হত বলেও খবর। সে কারণে যুবতীকে খুন হতে হল কি না তা খতিয়ে দেখছে পুলিশ।