|
---|
আজিম শেখ, রামপুরহাট। দলবদলের পাল্টাহাওয়া বীরভূমে।শুক্রবার পুনর্দখল হয়েছিল সিউড়ির কোমা গ্রাম পঞ্চায়েত।শনিবার বোলপুরে বিজেপি থেকে প্রায় ৮০০ কর্মী যোগদান করলেন তৃণমূলে। নেপথ্যে সেই অনুব্রত মন্ডল।
লোকসভা নির্বাচনের পরে রাজ্য জুড়ে শুরু হয়েছিল দলবদলের ঝড়। দলে দলে তৃণমূলের নেতা কর্মীরা যোগ দিচ্ছিলেন বিজেপিতে।ভাঙন ধরতে থাকে জোড়াফুলের সংগঠনে। রাজ্য জুড়ে একের পর এক পঞ্চায়েত, পুরসভার দখল হারাতে থাকে তৃণমূল।আস্তে আস্তে সেই ধাক্কা সামলে গত কয়েকদিন যাবৎ চলছে তৃণমূলের ঘর ওয়াপসি পর্ব। দল ছেড়ে বিজেপিতে একটা বড় অংশ আবার ফিরে আসছে তৃণমূলে।
এই দিন বীরভূমের বোলপুরে তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষের নেতৃত্বে সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের প্রায় ৮০০ বিজেপি কর্মী যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে সুদীপ্ত ঘোষ বিজেপি কর্মীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন। স্থানীয় খবর যে নিজে উপস্থিত না থাকলেও বিজেপি কর্মীদের এই ভাবে তৃণমূলে যোগদান করানোর নেপথ্যে রয়েছেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মন্ডল।