|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: ফের ভয় ধরাতে শুরু করেছে রাজ্যের করোনা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও এক ধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে পজিটিভিটি রেট।
গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৮০৫ জন। রবিবার সংখ্যাটা ছিল ৯৮৯। করোনা পরীক্ষা কম হওয়ায় আক্রান্তের সংখ্যা কমলেও পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ২.৭৭ শতাংশ।
২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ২২৯ জন। তিন জনের মৃত্যু হয়েছে। উত্তর ২৪ পরগণায় আক্রান্ত ১৪২। মৃত্যু হয়েছে ৩ জনের।
রাজ্যে একদিনে করোনার বলি ১১। ফলে ফের যে সংক্রমণ ঝড়ের গতিতে বাড়তে শুরু করেছে, এই পরিসংখ্যান হাতে পাওয়ার পর, তা আর বলার অপেক্ষা রাখে না।
উল্লেখ্য, করোনাকে বাগে রাখতে পুজোর সময়ও একাধিক বিধিনিষেধ জারি ছিল রাজ্যে। মণ্ডপে প্রবেশের অনুমতি পাননি সাধারণ মানুষ। তা সত্ত্বেও পুজো পরবর্তী করোনার বাড়বাড়ন্ত চিন্তা বাড়াচ্ছে।
উল্লেখ্য, ফের উদ্বেগ বাড়াচ্ছে কোভিডের ডেল্টা প্রজাতির নতুন মিউটেশন। নাম AY.4.2। ব্রিটেন জুড়ে ইতিমধ্যেই মাথাচাড়া দিচ্ছে এই প্রজাতি। খুব কম সংখ্যায় হলেও ভারতেও এই ভ্যারিয়েন্ট (AY.4.2 Variant) মিলেছে। এবার এমনই উদ্বেগের কথা শোনাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের গবেষক ফোরাম INSACOG।