করোনাভাইরাস নিয়ে গবেষণারত চীনা গবেষক খুন মার্কিন মুলুকে , খুন আততায়ী নিজেও ।

সঞ্জয় মুখোপাধ্যায় (সংবাদ সৌজন্যে বার্তা সাম্প্রতিকbartasamprotik.blogspot.com

    করোনাভাইরাস নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষণারত চীনা গবেষক খুন হলেন।  পিটসবার্গ ইউনিভার্সিটির অধ্যাপক বিং লিউ গবেষণারত থাকাকালীন নিজের বাড়িতে গত শনিবার খুন হয়েছেন। তাঁর মাথায় গলায় দেহের বিভিন্ন অংশে গুলি করে খুন করা হয়।

    বিং লিউ করোনাভাইরাস নিয়ে গবেষণা করতে করতে তার সত্য উদঘাটনের একেবারে শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছিলেন বলে জানা গেছে। কিন্তু কি সেই সত্য সেটা জানা যায়নি। যিনি খুন করেছেন তাকেও গাড়ির মধ্যে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী গবেষক অধ্যাপক বিং লিউকে খুন করবার পর নিজেও খুন হয়ে যায় নাটকীয় ভাবে।

    এই দুষ্কৃতী নিজেকেই নিজে খুন করেছে কিনা সেটা নিয়েও সন্দেহ দেখা দিচ্ছে, নাকি এর পেছনে অন্য কোনো চক্র তাকে খুন করেছে সেটা নিয়ে তদন্ত চলছে। রীতিমতো রোমহর্ষক সিনেমার নাটকের মত করোনা গবেষককে খুন এবং খুনির খুন  হওয়ার মধ্যে দিয়ে আসলে দুষ্কৃতী চক্রের প্রমাণ লোপের চেষ্টা বলে মনে করা হচ্ছে।

    এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য অনুসন্ধানের সঙ্গে সঙ্গে আমরা বার্তা সাম্প্রতিকের পাঠক কে জানাব পরবর্তী খবরে। এখনো পর্যন্ত যতটুকু জানা গেছে তার ভিত্তিতে সিএনএন জানাচ্ছে তদন্তকারী মার্কিন গোয়েন্দা অফিসার জানিয়েছেন, চীনা বলে অধ্যাপক গবেষককে  খুন করা হয়নি। খুনের পিছনে অন্য কোন রহস্য থাকতে পারে।  বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, যে করোনাভাইরাস  নিয়ে সারা বিশ্ব এখন আতঙ্কিত সেই করোনাভাইরাস এর মলিকুলার কম্পোজিশন এবং তার প্রতিক্রিয়ায় কিভবে ইনফেকশন ছড়াচ্ছে তাই নিয়ে তিনি গবেষণার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন।