কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে খোলা হল ‘করোনা’ ওয়ার্ড।

রাজিবুল হোসেন, কোচবিহার : বর্তমানে করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত গোটা বিশ্ব। এই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে ভারতবর্ষের পশ্চিমবঙ্গেও। এই আতঙ্কের মধ্যে কোচবিহার সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে করোনার জন্য বিশেষ একটি ওয়ার্ড খোলা হল। পুরাতন আইসিলেশন ওয়ার্ডটিকে করোনা ওয়ার্ড হিসেবে তৈরি রাখা হয়েছে।

    শুক্রবার থেকেই কোচবিহার সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৮ শয্যা বিশিষ্ট করোনা ওয়ার্ড চালু করা হয়। এরমধ্যে ৫ টি পুরুষদের জন্য ও ৩ টি মহিলাদের জন্য শয্যা সংরক্ষিত করা হয়েছে। করোনায় আক্রান্ত কোনো সন্দেহ ভাজন রোগীর সন্ধান পাওয়া গেলে এই ওয়ার্ডে রেখে চিকিৎসা করা হবে বলে হাসপাতাল সুত্রে জানা যায়।

    কোচবিহার সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি রাজীব প্রসাদ জানিয়েছেন, করোনা নিয়ে এই মুহূর্তে কোচবিহার জেলায় তেমন কোনো বিষয় নেই। তবে যে কোনো রকমের পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত রয়েছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।