|
---|
নতুন গতি প্রতিবেদক : উত্তর-পূর্ব দিল্লির দাঙ্গা কবলিত এলাকা পরিদর্শনে এলেন জমিয়তে উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি ও মন্ত্রী ও মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরী।এদিন তিনি দাঙ্গা বিধ্বস্ত মুস্তাফাবাদ, শিব বিহার এলাকাগুলি ঘুরে দেখেন। কথা বলেন দাঙ্গা পীড়িতদের সঙ্গে।দাঙ্গার শিকার এই সব অসহায় মানুষদেরকে সাহায্যের আশ্বাস সেন।
এ ব্যাপারে তিনি পুবের কলমকে জানান, মূলত জমিয়তে উলামায়ে হিন্দের উদ্যোগে দাঙ্গা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে এসেছেন। জমিয়ত নেতা মাওলানা মাহমুদ মাদানির সঙ্গে বৈঠকের পর তাঁর পরামর্শে এই দাঙ্গাপীড়িত এলাকা গুলি পরিদর্শনে আসা বলে তিনি জানান। সিদ্দিকুল্লাহ জানান, জমিয়তের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় দাঙ্গা পীড়িতদের সাহায্যার্থে ত্রাণ শিবির খোলা হয়েছে। হাজার থেকে দেড় হাজার লোকের খাবার ব্যবস্থা করা হয়েছে। খাদ্যসামগ্রী বিতরণের সঙ্গে সঙ্গে যারার দাঙ্গায় জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য দাঙ্গার শিকার পরিবারগুলোর সঙ্গে কথা বলেছে জমিয়তের প্রতিনিধি দল।এ প্রসঙ্গে মাওলানা সিদ্দিকুল্লাহ জানান, জমিয়তের পক্ষ থেকে দাঙ্গা বিধ্বস্ত এলাকায় গিয়ে বাড়ি বাড়ি সার্ভে করা হচ্ছে।
যেসব জায়গায় আক্রমণকারীদের বিরুদ্ধে এফআইআর করা হয়নি আইনজীবীদের মাধ্যমে তাদের বিরুদ্ধে এফআইআর করার ব্যবস্থা করা হচ্ছে। দাঙ্গাবাজদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি করে সিদ্দিকুল্লাহ এলাকায় যাতে শান্তি ফিরে আসে তার জন্য সব ধরনের মানুষের প্রতি আর্জি জানান।
জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি দিল্লি দাঙ্গা প্রসঙ্গে বলেন, দিল্লিতে যা হয়েছে তাকে দাঙ্গা বলাটাই যথেষ্ট নয়। এটি একটি পূর্ব পরিকল্পিত গণহত্যা। এর প্রমাণ হিসেবে তিনি বলেন, যেবাবে তিনদিন ধরে দাঙ্গাবাজদের সংগঠিতভাবে বেপরোয়াভাবে হামলা চালাতে দেখা গেছে তা পূর্ব পরিকল্পিত ছাড়া হতে পারে না। আর তাতে ইন্ধন যোগানোর অভিযোগ তোলেন পুলিশের বিরুদ্ধেও। এ বিষয়ে সিদ্দিকুল্লাহর অভিযোগ, এলাকা পরিদর্শন করে দাঙ্গা পীড়িতদের সঙ্গে কথা বলে জানা গেছে, কোনও কোনও জায়গায় পুলিশই নাকি একটি বিশেষ সম্প্রদায়ের মানুষের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে।