|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: আজ জগৎবল্লভপুর বিশ্বনাথ নিকেতনে বিকাল ৪টে নাগাদ জগৎবল্লভপুর কোভিড হেল্প ডেস্কের পক্ষ থেকে বিধায়ক সীতানাথবাবু ব্লকের প্রত্যেক আশাকর্মীদের একটি করে মেডিকেল কিট উপহার দেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী অরুপ রায়,জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাষ্কর ভট্টাচার্য,ও. সি জগৎবল্লভপুর মৌমন চক্রবর্ত্তী, কোভিড হেল্প ডেস্কের মূল উদ্যোক্তা অর্পিতা সিট নন্দ,কেন্দ্রীয় সভাপতি বিকাশ ঘোষ,পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা পাত্র,কোভিড হেল্প ডেস্কের সজল সামন্ত এছাড়া দলীয় নেতৃত্ব সহ সকল জন প্রতিনিধি।