|
---|
সাইমুন রাসেল, পাথর প্রতিমা: ভোটের মুখে ফের রক্তাক্ত হল রাজ্য। এবার দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমায় খুন হলেন সিপিএম নেতা। বুধবার সকালে ওই সিপিএম নেতার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় খাল থেকে।
জানা গিয়েছে, ওই সিপিএম নেতার নাম অজয়কুমার মণ্ডল। তিনি দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের দক্ষিণ লক্ষ্মীনারায়ণপুর গ্রামের বাসিন্দা ছিলেন। অজয় মন্ডল দুবারের বামফ্রন্টের পঞ্চায়েত সদস্য ছিলেন তিনি। স্থানীয় সূত্রে খবর, পঞ্চায়েত নির্বাচনের আগেও তাঁকে অপহরণ করা হয়েছিল। আর তা করেছিল তৃণমূল, এমনটাই অভিযোগ।
ঘটনা সুত্রে জানাযায় পঞ্চায়েত সমিতির নমিনেশন তোলার দাবিতে চারদিন ধরে কিডনাপ করে ছিল দুষ্কৃতীরা। চার দিন পরে রক্তাক্ত অবস্থায় রামগঙ্গা বিডিও অফিসে শুয়ে থাকতে দেখা যায়। তখনই থানাতে অভিযোগ হয়েছিল শাসক দলের লোকেরা তাকে কিডন্যাপ করে নমিনেশন তুলতে বাধ্য করছিলো বলে। এমনকি সঙ্গে থাকা মোটরসাইকেল এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায় গতকাল বামপন্থী কর্মী সম্মেলন ছিল পাথরপ্রতিমা ভাগবৎপুর এলাকায় মিটিং সেরে বাড়িতে ফেরে রাত্রি নটা নাগাদ। তারপর বাড়ীর কাছাকাছি একটি জল নিকাশি তে জাল নিয়ে জাল ফেলতে চলে যায়। রাত বারোটা পর্যন্ত বাড়িতে আসছে না দেখে বাড়ির লোকেরা খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি বলে অভিযোগ। ভোর তিনটের সময় হঠাৎ তাদের চোখে পড়ে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে এক হাঁটু জল এর মধ্যে পড়ে রয়েছে তার মৃতদেহ।
এবার তাঁর হত্যার পেছনেও তৃণমূলই রয়েছে বলে অভিযোগ করেছে অজয় মন্ডলের পরিবার। পরিবার সূত্রে খবর, মঙ্গলবার রাতে বাড়ির পাশেই একটি ছোট্ট খালে মাছ ধরতে যাওয়ার নাম করে বেরিয়ে আর ফেরেননি তিনি। বুধবার সকালে ওই খালের মধ্যেই তাঁর রক্তাক্ত দেহ থাকতে দেখেন গ্রামবাসীরা।
ঘটনার কথা জানাজানি হতেই ওই দেহ নিয়েই থানার সামনে বিক্ষোভ দেখান বাম কর্মী সমর্থকরা। পরে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।