ভারতীয় ক্রিকেট দলের মোহাম্মদ সামি অসহায় শ্রমিক দের খাবার ও থাকার দায়িত্ব নিলেন

ভারতীয় ক্রিকেট দলের মোহাম্মদ সামি অসহায় শ্রমিক দের খাবার ও থাকার দায়িত্ব নিলেন

    নতুন গতি ওয়েব ডেস্ক: এবার ভারতীয় ক্রিকেট দলের অভিনব মুখ দেখা গেলো,
    লকডাউনে দুর্দশাগ্রস্ত পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ালেন ভারতীয় ক্রিকেট দলের পেসার মহম্মদ সামি। নিজের জন্মস্থান উত্তরপ্রদেশের আমরোহায় স্থানীয় একটি সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য খাদ্য ও আশ্রয়ের বন্দোবস্ত করছেন টিম ইন্ডিয়ার পেসার। সামি বলছেন, ওদের কষ্ট অসহনীয়। আমার মনে হয়েছে ওদের সাহায্য করা উচিত। তাই যথাসাধ্য চেষ্টা করছি।
    ভারতীয় দলের স্পিনার যুজবেন্দ্র চাহালের সঙ্গে এক ইনস্টাগ্রাম চ্যাটে এমনই এক পরিযায়ী শ্রমিকের কথা সামি তুলে ধরেন। রাজস্থানের ওই ব্যক্তি আমরোহায় সামির বাড়ির ঠিক সামনে খিদের জ্বালায় অজ্ঞান হয়ে যান। বাড়ির সিসিটিভি ফুটেজে সেই ছবি দেখতে পেয়ে সাহায্যের জন্য এগিয়ে আসেন সামি। ওই শ্রমিকের পরিচর্যার পর তাঁকে খাবার এবং আশ্রয় দেন তিনি। তারপর থেকেই পরিযায়ী শ্রমিকদের সাহায্য করে মানবতার পরিচয় দিচ্ছেন টিম ইন্ডিয়ার পেসার। ইনস্টাগ্রাম চ্যাটে সামি বলছিলেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি ওদের সাহায্য করার। পরিযায়ী শ্রমিকদের সত্যিই সবদিক বজায় রাখতে কষ্ট হচ্ছে। আমার বাড়ির সামনেই বড় রাস্তা। আমি দেখতে পাচ্ছি মানুষকে কী যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। ওদের দেখে আমার মনে হয় আমার সাহায্য করা উচিত।