|
---|
রহমতুল্লাহ, লালগোলা : মুর্শিদাবাদের জেলার লালগোলা থানার চুয়াপুকুর এলাকার ইসলাম চৌধুরীর বাড়ি থেকে গোল্ডেন ক্লাব পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন থেকেই বেহাল অবস্থায় পড়েছিল। মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে সেই রাস্তাটি নতুনভাবে সংস্কার করা হয়। পাশাপাশি রাস্তার পাশেই একটি বড়ো পুকুর রয়েছে, সেই পুকুরের ঘাট বাঁধানোর জন্য এলাকাবাসীরা আবেদন করলে অবশেষে বুধবার সেই ঘাট বাঁধানো শিলান্যাস করলেন, মুর্শিদাবাদ জেলা পরিষদ লালগোলা ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মোঃ কামারুজ্জামান এছাড়াও উপস্থিত ছিলেন হজরত আলি, বিলকেশ বিবি, লালচাঁদ মন্ডল, আব্দুল হালিম প্ৰমুখ। লালগোলার চুয়াপুকুর গোল্ডেন ক্লাব থেকে শুরু করে স্কুল, কবরস্থান, খেলার মাঠ, ঈদগাহ, স্বাস্থ্যকেন্দ্র যাওয়ার মূল রাস্তা ছিল এটি। আর এই রাস্তাটি নতুন ভাবে সংস্কার হওয়ায় হওয়ায় খুশির হাওয়া বইছে চুয়াপুকুর এলাকাবাসীর মধ্যে।