|
---|
দেবজিৎ মুখার্জি: বছরের শেষেই গুজরাটে বিধানসভা নির্বাচন আর তার আগেই হাত শিবির ছাড়লেন হার্দিক পাটেল। বুধবার একটি টুইটের মাধ্যমে তিনি তাঁর দল ছাড়ার কথা ঘোষণা করলেন।
টুইটে তিনি লেখেন “আজ আমি সাহস করে কংগ্রেস পার্টির পদ ও দলের প্রাথমিক সদস্য হিসেবেও ইস্তফা দিচ্ছি। আমার বিশ্বাস, আমার এই সিদ্ধান্তকে আমার সব সাথী ও গুজরাটের জনতা স্বাগত জানাবেন। আমি মনে করি, আমার এহেন পদক্ষেপের পরে ভবিষ্যতে গুজরাটের হয়ে সত্যিকারের সদর্থক ভাবে কাজ করতে পারব।”
গত কয়েক সপ্তাহ ধরেই কংগ্রেসকে নিয়ে নানা অভিযোগ করেছিলেন হার্দিক। তিনি মন্তব্য করেছিলেন ”আমি যেন নাসবন্দি হওয়া বর!” এমনকি তিনি এও বলেন “বিজেপির যে কিছু ভাল দিক আছে, তা মানতেই হবে।” এরপরেই তিনি বিজেপিতে যোগদান করতে চলেছেন কিনা, তা নিয়ে শুরু হয় জল্পনা। যদিও তিনি বিজেপিতে যোগ দেবেন কিনা তা এখনও তিনি জানাননি।