|
---|
আসিফ আলম , মুর্শিদাবাদ:
অপসংস্কৃতি নয় চাই সুস্থ সংস্কৃতি ও বিনোদন ।এই উপলক্ষে আজ বৃহস্পতিবার মুর্শিদাবাদের লালগোলা থানা অন্তর্গত নলডহরী গোডাউন মোড় জলসা কমিটির পরিচালনায় অনুষ্ঠিত হলো ইসলামিক সংস্কৃতিক অনুষ্ঠান।জেনারেল শিক্ষার পাশাপাশি বর্তমান প্রজন্মের মধ্যে দ্বীনি শিক্ষার চর্চা ছড়িয়ে দেওয়ায় মূলত এই অনুষ্ঠানের উদ্দেশ্য। গোডাউন মোড় জুমা মসজিদের সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন আমরা প্রতিবছর ছাত্রছাত্রীদের মধ্যে ইসলামিক চর্চা ছড়িয়ে দেওয়ার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করে থাকি এবং এ বছরও তার ব্যতিক্রম নয়।
অনুষ্ঠান উপলক্ষে গ্রামের মক্তবের ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। কোরআন তেলাওয়াত, তাৎক্ষণিক বক্তব্য, গজল, হাদিস প্রতিযোগিতা, ক্যুইজ, সব শেষে মাদ্রাসার শিক্ষার প্রতি ভুল ধারনা দূর করার লক্ষ্যে একটি নাটিকা পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালগোলা ঐতিহ্যবাহী মাদ্রাসার আল মাহাদুস সালাফির শিক্ষক – মোবারক মন্ডল, নদিয়া। বিশিষ্ট ব্যবসায়ী ও মসজিদের সম্পাদক আব্দুর রাজ্জাক তিনি ছাত্র-ছাত্রীদের দ্বীনি শিক্ষার ব্যাপারে আরও উৎসাহিত করেন। অত্র মসজিদের ইমাম আব্দুস সালাম সহ জালসা কমিটির সম্পাদক মাইনুল হক উপস্থিত ছিলেন। এছাড়াও চুয়াপুকুর আলোর দিশারী স্বেচ্ছাসেবী সংস্থার তরুণ সম্পাদক জাকারিয়া চৌধুরী।