আবার তুষারে স্নান করলো শৈলশহর দার্জিলিং

দার্জিলিং: আবার তুষারে স্নান করলো শৈলশহর দার্জিলিং। এবারে মোট ছয় বার তুষারপাত হলো দার্জিলিঙে। মঙ্গলবার সন্ধ্যায় গোটা দার্জিলিং জুড়ে তুষারপাত হয়। বর্তমানে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার কারণে আগামী তেসরা ফেব্রুয়ারি থেকে রাজ্যের সমস্ত পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া হবে। দার্জিলিংয়ের পর্যটন ব্যবসায়ীরা আশাবাদী আবার পর্যটক আসতে শুরু করবে শৈলশহরে।

    মঙ্গলবার সন্ধ্যায় শৈল শহরের ঘুম, টাইগার হিল সহ একাধিক জায়গায় তুষারপাত হয়। সেই কারণে সমতালে তাপমাত্রা ক্রমশই নিম্নমুখী। শিলিগুড়ি ,জলপাইগুড়ি কুজবিহার ,আলিপুর সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় উত্তরে হাওয়ার দাপট অব্যাহত রয়েছে।

    আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে সপ্তাহান্তে রাজ্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সরস্বতী পূজার দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।