|
---|
নিজস্ব সংবাদদাতা : শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে দুর্গা পূজা কার্নিভাল-২০২৩ । উক্ত কার্নিভাল কে সর্বাঙ্গীন সাফল্য মন্ডিত করতে শিলিগুড়ি পুর নিগমের কালচারাল কমিটির বৈঠক সারলেন মেয়র শিলিগুড়ি পুরনিগমের সভাকক্ষে। আজ মেয়র জানান বাঙালির এবং বাংলার উৎসব আমাদের শারদীয়া দূর্গোৎসব।এই পূজো আমাদের মনে খুশীর আমেজ নিয়ে আসে। তাই আমরা চেষ্টা করি মানুষ যাতে ভালো থাকে প্রচণ্ডভাবে। এই পূজো কার্নিভাল যাতে ঠিকমতো করতে পারা যায় সেই কারনেই আমরা বৈঠকে বসলাম।আমরা চেষ্টা করব যাতে আমাদের এই পূজো কার্নিভাল সফল এবং সুন্দর হয়ে ওঠে। আমাদের সবাইকে এই দূর্গাপূজো কার্নিভালে যোগ দিতে হবে। যাতে মানুষ শিলিগুড়ির এই পূজো কার্নিভালকে মনে রাখে।