|
---|
নিজস্ব সংবাদদাতা : সকালেই তিনি চলে যান শিলিগুড়ির চম্পাসারি এসজেডি এ মার্কেটে। আজ সকালে তাদের সাথে কথা বলে জানালেন বিধায়ক তিনি এখানে এসেছেন তাদের ভালো মন্দ বিচার করতে। অনেক সময় ব্যাবসায়ীরা অনেক অসুবিধার মধ্যে পড়ে যান যেটা তারা একেবারেই কাউকে বলতে পারেন না। এই সব এলাকায় কাজ করতে গেলে প্রচুর টাকার প্রয়োজন হয়ে পড়ে। এবং এই ব্যাবসায়ীদের কাছে এই সময় বিশেষ গুরুত্বপূর্ণ। কারন তারা এই সময় পূজোর আগে তাদের গুরুত্বপূর্ণ কাজ সেরে ফেলেন। এখন আমি আজকে এসেছি তাদের কাছে তাদের বিভিন্ন সমস্যা শুনে সেটা নিয়ে আলোচনা করতে। আজকে আমি এই এলাকার ব্যাবসায়ীদের সমস্যা শুনে কথা দিলাম তাদের কাজের সমাধান করবার। আমি নিজে থাকব এই সব জায়গার উন্নয়ন করতে।এখানে মাছ বাজারের ব্যাবসায়ীদের বিভিন্ন সমস্যা আছে যেটা তারা বলতে পারেন না সবার কাছে। আমি আজকে ব্যক্তিগতভাবে তাদের সাথে আলোচনা করে তাদের সমস্যা সমাধানের ব্যাপারে উদ্যেগ নিলাম। এদিন বিধায়ক ব্যাবসায়ীদের সাথে চা চক্রে যোগ দেন।