কামতাপুরী গানের ভিডিও অ্যালবাম মুক্তি পেল ময়নাগুড়িতে

জলপাইগুড়ি: “শাস্ত্র পুরাণ অৎ গাঁথা, জননী মোর কামতা” নামের কামতাপুরী গানের ভিডিও অ্যালবাম মুক্তি পেল ময়নাগুড়িতে। কামতাপুরী ভাষা একাডেমীর সদস্য সুরেশ রায়, গায়ক তপন রায়ের উপস্থিতিতে গানের মিউজিক ভিডিও প্রকাশিত হল।

    কামতাপুরী ভাবাবেগকে জাগিয়ে তুলতে এই গানের মিউজিক ভিডিও প্রকাশ। গান লিখেছেন কবি ও গীতিকার তারামোহন অধিকারী। ষাটের দশক থেকে উত্তরবঙ্গ ও নিম্ন অসমের বুকে পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে আন্দোলন শুরু হয়। নব্বইয়ের দশকে আন্দোলনে বহু কামতাপুরী সমর্থক জেল খেটেছেন এবং বেশ কয়েকজন পুলিশের গুলিতে নিহত হন। পৃথক রাজ্যের দাবিতে তোলপাড় হয়ে ওঠে উত্তরবঙ্গের রাজনীতি। জেল বন্দি কামতাপুর আন্দোলনকারীদের বর্তমান রাজ্য সরকার জেল থেকে মুক্তি দেয়। তবে পৃথক রাজ্য ও ভাষার আন্দোলন থেমে নেই। বর্তমান রাজ্য সরকার কামতাপুরি ভাষার স্বীকৃতি দেয়। কামতাপুরি জাতীয়তাবাদ যাতে ভেঙে না পড়ে এই গানের মাধ্যমে তুলে ধরা হয়েছে উত্তরবঙ্গের ভূমিপুত্র হিন্দু, মূসলিম, বৌদ্ধ, খ্রীষ্টান জাতির মানুষ জন্মলগ্ন থেকেই কামতাপুরি। কামতাপুর তাদের মাতৃভূমি। গানের গায়ক তপন রায় বলেন, কবি ও গীতিকার তারামোহন অধিকারীর লেখা এই গানখানি নিয়ে কেউ সেভাবে উৎসাহ দেখায়নি, আমি দীর্ঘ দিন থেকে এই গানের মিউজিক ভিডিও করতে চেয়েছি, সেটা একবছরের চেষ্টায় সফল হলো।

    কামতাপুরি ভাষা একাডেমীর সদস্য সুরেশ রায় বলেন, তারামোহন অধিকারী রচিত এই গানের মাধ্যমে এখানাকার ভাষা, কৃষ্টি, সংস্কৃতি, ধর্ম ও ভৌগলিক চিত্র নিয়ে একটি গান রচনা করেছেন। এই গানের মধ্য দিয়ে কামতাপুরি ভাবাবেগ মানুষের হৃদয়ে প্রবেশ করবে।