|
---|
সজল দাশগুপ্ত, শিলিগুড়ি: ডুরান্ডের ডার্বি থেকেই দুরন্ত ছন্দে লাল হলদ। আবারো ডুরান্ড কাপে জয়ের মুখ দেখল তারা। বুধবার ছিল কিশোর ভারতী স্টেডিয়ামে পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলা, এই ম্যাচে তারা ১-০ গোলে জিতল । পরপর দুই ম্যাচ জিতে অবশেষে ডুরান্ড কাপের নকআউট পর্বে গেল। সাত পয়েন্ট পেয়ে গ্রুপ শ্রেষ্ঠ হয়ে ইস্টবেঙ্গল পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে। ইস্টবেঙ্গলের পক্ষে তথা ম্যাচের একমাত্র গোলটি করেন সিভেরিও ।