অনুব্রতহীন বীরভূমে জেলা পরিষদের সভাধিপতি নির্বাচিত কাজল শেখ

খান আরশাদ, বীরভূম :অনুব্রতহীন বীরভূমে জেলা পরিষদের সভাধিপতি নির্বাচিত হলেন কাজল শেখ । বুধবার বীরভূম জেলাপরিষদের সভাপতি, সহ-সভাপতি সহ অন্যান্য সদস্যরা শপথ গ্রহণ করেন ।

    উল্লেখ্য বীরভূম জেলা পরিষদের ৫২ টি আসনের মধ্যে ৫১ টি আসনেই জয়ী হয় তৃণমূল কংগ্রেস। একটিমাত্র আসন দখল করতে সক্ষম হয় কংগ্রেস।

    বীরভূমের পাপুড়ি গ্রামের বাসিন্দা ফাইজুল হক ওরফে কাজল শেখ বীরভূম জেলা পরিষদের ১৯ নম্বর আসনে তৃণমূলের টিকিটে লড়াই করেন। এই প্রথম তিনি নির্বাচনে অংশ নেন। এবং তিনি তার বিরোধীকে ৪৪ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেন ।

    কাজল শেখ বরাবরই অনুব্রত মণ্ডলের বিরোধী বলে পরিচিত। তিনি ইতিপূর্বে প্রায়শই জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তাকে কাজ করতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন। বর্তমানে গরু পাচার এবং বেআইনি অর্থপাচার মামলায় তিহার জেলে বন্দী অনুব্রত মণ্ডল। সেই অনুব্রত মণ্ডলের বিরোধী কাজল শেখকে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি পদে নির্বাচিত করল তৃণমূল কংগ্রেস।

    বুধবার মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, ডেপুটি স্পিকার আসিস ব্যানার্জি, বিদায়ী সভাধিপতি বিকাশ রায় চৌধুরী সহ অন্যান্য তৃণমূল বিধায়করা তৃণমূল কার্যালয় থেকে কাজল শেখকে নিয়ে বাদ্য যন্ত্র সহকারে জেলা পরিষদের প্রবেশ করেন।

    জেলাশাসক বিধান রায় শপথ বাক্য পাঠ করান। কাজল শেখ সভাধিপতি এবং সহ-সভাধিপতি নির্বাচিত হন স্বর্ণলতা সরেন। অন্যান্যদের মধ্যে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ শতাব্দী রায়, বিধায়ক ডক্টর অশোক চ্যাটার্জী, অসিত মাল সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।


    কাজল শেখ সভাপতি নির্বাচিত হওয়ার পর নিজের গ্রাম পাপড়িতে ফিরে গেলে গ্রামবাসীরা তাকে নিয়ে বিজয় উল্লাসে মেতে উঠেন।

    দলীয় কর্মীদের আন্তরিকতা ও ভালোবাসায় আপ্লুত কাজল শেখ।