|
---|
সজল দাশগুপ্ত, শিলিগুড়ি : দীর্ঘ ৮ দশক ধরে যার সুরেলা কন্ঠ দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে, মেলোডি থেকে রকিং সমস্ত রকম গানে মোহিত গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি। আগামী ৮ই সেপ্টেম্বর আশা ভোঁসলের জন্মদিন, ৯০ তম বর্ষে পদার্পণ করবেন তিনি। তাঁর জন্মদিন উপলক্ষে দুবাইতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
১৯৪৩ থেকে শুরু সুদীর্ঘ আট দশক ধরে একের পর এক মাইলস্টোন গান করে দর্শকদের হৃদয় ছুঁয়ে দিয়েছেন তিনি। এমনও হয়েছে শুধুমাত্র তাঁর গান শুনবার জন্য দর্শকরা সিনেমা দেখতে গিয়েছেন প্রেক্ষাগৃহে। শচীন দেব বর্মন, হেমন্ত মুখোপাধ্যায়, ওপি নায়ারের মতো বিখ্যাত সংগীত পরিচালকদের সাথে কাজ করেছেন তিনি। সুদীর্ঘ আট দশক ধরে বিভিন্ন ভাষায় বার হাজারের গান গেয়েছেন তিনি। সম্প্রতি মুম্বাইতে সংবাদ মাধ্যমে তার জন্মদিন সম্বন্ধে সাক্ষাৎকার দেওয়ার সময় জানান তিনি ইন্ডাস্ট্রির শেষ মুঘল।