|
---|
নিজস্ব সংবাদদাতা শিলিগুড়ি : শিলিগুড়ির বিধান মার্কেটে সব দোকানের মালিকানা দাবীতে এদিন বিধান মার্কেট বনধ্ ডাকে বিধান মার্কেট ব্যবসায়ী সংগঠন।আজ শিলিগুড়ির বিধান মার্কেটে সকাল থেকেই ছিল থমথমে মেজাজ, সমস্ত দোকান বন্ধ ছিল। পাশাপাশি দোকানের মালিকানা দাবি তুলে একটি মিছিল বের করা হয়। সংশ্লিষ্ট বিধান মার্কেটের দোকানদাররা এই মিছিলে উপস্থিত হয়েছিলেন। হাতে প্ল্যাকার ও ফেস্টুন নিয়ে তারা ছিল সামিল হন। মিছিলটি বিধান রোড থেকে শুরু হয় , এরপর হাশমি চক সহ আরো কয়েকটি জনপদ অতিক্রম করার পর বিধান মার্কেটে এসে শেষ হয়।