|
---|
নিজস্ব সংবাদদাতা : আজ শিলিগুড়ির হিলকার্ড রোডে “জাগো বাংলা” ষ্টল থেকে জাগো বাংলা পূজাবার্ষিকীর উদ্বোধন করলেন দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ। সাথে ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং চেয়ারম্যান অলোক চক্রবর্তী।আজ ঠিক সন্ধ্যা সাতটার সময় জেলা সভাপতি নিজের হাতে উদ্বোধন করেন অলোক চক্রবর্তী এবং রঞ্জন সরকার। পাপিয়া ঘোষ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবারে “জাগো বাংলা পত্রিকার জন্য নতুন নতুন চিন্তা করেছেন।এবারের জাগো বাংলা মানুষের মন জয় করে ফেলবে বলেই আমার বিশ্বাস। পাপিয়া ঘোষ আরো জানান এবারে বাংলার ঘরে ঘরে পৌছে যাবে। এবারে অনেক বেশী বই বিক্রি হবে। এদিন জাগো বাংলার বই বিক্রি দেখতে প্রচুর সাধারন মানুষ উপস্থিত ছিলেন।