ডেঙ্গুর সচেতন বার্তা পুরাতন মালদা পুরসভার

মালদা: ডেঙ্গু নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে অভিনব উদ্যোগ নিল পুরাতন মালদা পুরসভা। ডেঙ্গু নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে ওয়াডে ওয়াডে গম্ভীরাগান অনুষ্ঠীত হচ্ছে। রবিবার মালদা পুরসভার ১৬ নম্বর ওর্য়াডের চৈতন্যমোড় এলাকায় গম্ভীরা গানের শিবির করা হয়। উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলার শিবাঙ্কর ভট্টাচার্য সহ স্থানীয় বিশিষ্টরা। গম্ভীরা গানের মধ্যে দিয়ে ডেঙ্গু-জ্বরের উপসর্গ নিয়ে সচেতন করা হয়। ডেঙ্গু হলে কি কি করতে হবে সেই বিষয়গুলি গম্ভীরা গানের মধ্যে দিয়ে বোঝানো হয়। এছাড়াও ডেঙ্গু-জ্বর থেকে সাবধানতা অবলম্বন করতে এলাকার জমা জল ও নোংরা আবর্জনা নিয়মিত পরিষ্কার করার বিষয়। জমা জলে ডেঙ্গুর লার্ভা যেন জন্মাতে না পারে। নিয়মিত এলাকার জমাজল পরিষ্কার করা। এই সমস্ত বিষয়গুলি গম্ভীরা গানের মধ্যে দিয়ে বোঝানো হয়।