|
---|
মিজানুল কবির,৩০ ই এপ্রিল ,কলকাতাঃ তিন দফা দাবিদাবা নিয়ে আজ পশ্চিমবঙ্গ চতুর্থ শ্রেনী নিয়োগ পর্ষদ সেক্রেটারির কাছে ডেপুটেশন জমা দিলেন জনা সাইত্রিশেক ওয়েটিং লিস্টে থাকা চাকুরী্প্রার্থীরা ।
রাজ্যের বিভিন্ন প্রান্তের ওয়েটিং লিস্টে থাকা চাকুরী্প্রার্থীরা আজ জমায়েত হন নিউটাউন স্থিত অফিসে। শান্তভাবে পুলিশের অনুমতি নিয়ে জমায়েত করেন তারা। দুপুর একটা নাগাদ তিনজনের সদস্যদল্ সেক্রেটারি মহাশয়ের কাছে ডেপুটেশন দিতে যান। ঘন্টাখানেক আলোচনা হয় বলে জানান চাকুরী্প্রার্থীরা ।
“সেক্রেটারি মহাশয় অত্যান্ত মনোযোগ সহকারে আমাদের কথা শুনেছেন ,ভোট পর্ব শেষ হলে বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যাবস্থা নেবেন ” বলে প্রতিনিধি দল জানান। আরটিআই করা তথ্যাবলি , সফল প্রার্থীদের ক্যাটেগরি অনুযায়ী লিখিত কিংবা ইন্টারভিউতে প্রত্যকের প্রাপ্ত নম্বরসহ প্রত্যকের র্যাঙ্ক জানানোর কথা প্রথম
পয়েন্টে উঠে এসেছে । ওয়েটিং লিস্টে কতজন আছে কিংবা ক্যাটেগরি অনুযায়ী তাদের প্রাপ্ত নম্বরসহ র্যাঙ্ক জানতে চাওয়া হয়েছে দ্বিতীয় পয়েন্টে । সমস্ত নন-জয়েনিং পোস্ট ও চাকুরী ছেড়ে দেওয়া শুন্যপদে ওয়েটিং লিস্টে থাকা চাকুরী্প্রার্থীদের নিয়োগ করার পাশাপাশি বিগত ২০১৭ সালের ১লা জানুয়ারির বিপ্তীতে উল্লেখ ৫৭৮ ইসি ক্যাটাগরির নিয়োগ সংক্রান্ত ব্যাপারটা বিবেচনা করে সেসকল চাকুরী্প্রার্থীদের বেকারত্বের জ্বালা থেকে মুক্তি দেওয়ার কথা তৃতীয় পয়েন্টে তুলে ধরা হয় বলে ডেপুটেশন কপিতে উল্লেখ রয়েছে বলে জানান চাকুরী্প্রার্থীরা ।
নাম না করে চাকুরী্প্রার্থীরা জানান ” অফিসে অফিসে ঘোরাঘুরী কিংবা ডেপুটেশন দিয়ে কথা বলে ক্লান্ত আমরা আজ ,আশাকরি খুব তাড়াতাড়ি সেক্রেটারি মহাশয় কিংবা রাজ্য সরকারের তরফে উপযুক্ত ব্যাবস্থা নেওয়া হবে “।
প্রসঙ্গত উল্লখ্য যে উপরে উল্লিখিত নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি বের হয়েছিল পইলা জানুয়ারি ২০১৭ সালে। লিখিত পরীক্ষা হয় ২০১৭ সালের ২০ই মে।ইন্টারভিউ হয়েছিল ২০১৭ সালের অক্টোবর মাসের ১৬ তারিখে। চুড়ান্ত ফলাফল ঘোষণা হয় ২০১৮ সালের ১৮ই আগস্ট।