তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত দিনহাটা, গুলিবিদ্ধ ব্যবসায়ী

নতুন গতি ডিজিটাল ডেস্ক: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত দিনহাটা, লাগাতার রাজনৈতিক সংঘর্ষে জর্জরিত কোচবিহারের দিনহাটা মহকুমা। আজ সকালে ভেটাগুড়ি বাজার সংলগ্ন অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সাথে বিজেপির সংঘর্ষের পর এবার সন্ধ্যা নামতেই দিনহাটার ওকড়াবাড়িতে তৃনমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস উৎযাপনের মঞ্চে গণ্ডগোল বাধে। ভাঙচুর করা হয় মঞ্চ। ঘটনায় দুটি বাইক পুড়িয়ে দেওয়া হয়েছে। বাজারের এক ব্যবসায়ী আলতাফ মিয়ার গুলি লেগেছে এবং তার ভাইও আহত হয়েছে বলে জানা যায়। বর্তমানে তারা দুজনেই দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এলাকা এখন যদিও থমথমে, বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এলাকায়। এই বিষয়ে জেলা পরিষদের কর্মাধক্ষ্য নুর আলম হোসেন জানান, আজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল দিনহাটার ওকড়াবাড়িতে। সন্ধ্যায় সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশচন্দ্র বসুনিয়া কম্বল বিতরণ করেন। এরপর নাটক হবার মুহূর্তে বিজেপির দালাল দুষ্কৃতীরা হামলা চালিয়ে আমাদের মঞ্চ ভাঙ্গে। এবং আমাদের এখানের ব্যবসায়ী আলতাফ মিয়া এবং দিনহাটা থানার সিভিক ভলান্টিয়ার ফিরোজ এবং তার ভাই হাফিজা আক্রান্ত হয়। আলতাফ মিয়াকে করা গুলি তার দুই হাতের তালুর ভেতর দিয়ে বুলেটের আঘাত লাগে বলে ডাক্তার বাবু জানিয়েছেন। এবং তার সাথে ভলেন্টিয়ার ফিরোজ চোখের কোনে পাঁচটি সেলাই সহ তারা গুরুতর আঘাত পান।

    দুষ্কৃতীরা তৃণমূলের ঝাণ্ডা ধরে বসে আছে, তারা জেলা সভাপতিকে মানে না ব্লগ সভাপতিকেও মানে না। তাহলে এরা কারা ? আমরা এদের চিহ্নিত করতে পেরেছি। এরা কোচবিহার জেলার সাংসদ এবং বিজেপির সভানেত্রীর দালালি করে। এবং তাদের কাছ থেকে পয়সা খেয়ে তারা এই ঘটনাটি করেছে। এই বিষয়ে আমরা পুলিশকে স্পষ্টভাবে জানিয়েছি যতক্ষণ পর্যন্ত না তারা এদের গ্রেপ্তার করে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান চালিয়ে যাব। এই বিষয়ে দিনহাটা থানার তরফ থেকে এখন কোন মন্তব্য পাওয়া জায়নি।