|
---|
বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার- স্বেচ্ছাসেবী সংগঠন বারুইপুর এর স্নেহ এর উদ্যোগে শিশু দিবসের প্রাক্কালে ফলতা বাসুদেব পুর মুক ও বধির অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৫০ জন মুক ও বধির শিশুদের হাতে তুলে দেওয়া হলো নতুন বস্ত্র। জানাজায় যে, এই মহতী উদ্যোগে সামিল ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী ডাঃ আকবর হোসেন মন্ডল। তিনি সব শিশুদের স্বাস্থ্যের খোঁজ খবর নেন ও তাদের ওষুধের ব্যবস্থা করে দেওয়ার সাথে মাসে একবার হলেও স্বাস্থ্য পরীক্ষা করার আশ্বাস দেন। স্নেহ এর কর্ণধার পায়েল ব্যানার্জী আজকের এই মুক ও বধির শিশুদের মধ্যেই বস্ত্র বিতরণ করে মানসিক শান্তি পেলাম এবং আগামীদিনে আরও বেশী করে পাশে থাকার ইচ্ছে প্রকাশ করেন। উপস্থিতি পরিমল মন্ডলও বললেন এই রকম উদ্যোগ প্রশংসনীয়।
এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী ভবঘুরে রাজা ও বিশিষ্ট সাংবাদিক প্রদীপ কুমার সিংহ সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা মন্ডলী প্রমুখ। ডাঃ আকবর হোসেন মন্ডল এর মতে, বেশী করে সরকারি সাহায্য পেলে শিক্ষক শিক্ষিকা দের বিশেষ ভাতা দিলে আগামী দিনে শিক্ষার গুণমান আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন।