|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গের সমস্ত বিদ্যালয়ে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত লকডাউনের সঙ্কটকালে মিড ডে মিলের সামগ্রী বিতরণ করা হয়েছে। তার ব্যতিক্রম হলো না আমড়াকুচি উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয়ে।
বিদ্যালয়ের প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রতিটি পড়ুয়াদের অভিভাবকদের হাতে চাল , আলু, ডাল, স্যানিটাইজার তুলে দেওয়া হয়। এছাড়াও পড়ুয়াদের জন্য অভিভাবকদের হাতে এক্টিভিটি টাস্ক দেওয়া হয়।
উপস্থিত ছিলেন অঞ্চলের শিক্ষাবন্ধু ইউসুফ খান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেখ মহম্মদ ইমরান, সহ শিক্ষক তরুণ কুমার করণ সহ অন্যান্যরা। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেখ মহম্মদ ইমরান বলেন, সরকারী নির্দেশ অনুযায়ী সোশ্যাল দূরত্ব বজায় রেখে মিড ডে মিল সামগ্রী বিতরণ করেছি।