|
---|
আজিজুর রহমান,গলসি : গলসিতে টোটো চালকদের টোটো চালকদের নিয়ে শিবির করলো গলসি থানা। ওই শিবিরে এসে সচেতন ও সতর্ক হওয়ার বার্তা দিলেন পূর্ব বর্ধামান জেলা পুলিশের ডিএসপি হেড কোয়ার্টার অতনু ঘোষাল। গলসি থানা সুত্রে জানা গেছে, বুধবার গলসি হাই স্কুলের মাঠে গলসি ২ নং ব্লক কমবেশি দু’শর উপরে টোটো চালকদের নিয়ে ওই সচেতনতা শিবির করা হয়। এদিন ডিএসপি হেড কোয়াটার অতনু ঘোষাল জানিয়েছেন,’ প্রত্যেক টোটো চালক কে টোটো চালানোর ক্ষেত্রে আরো বেশি সজাগ হতে হবে। পাশপাশি প্রত্যেক টোটো তে ব্যাক লাইট, ফ্রন্ট লাইট, ইন্ডিকেটর, ব্রেক, লুকিং গ্লাস ঠিকঠাক ভাবে থাকতে হবে। আমরা পুলিশের পক্ষ থেকে এদিন সমস্ত টোটো র পিছনে লাগানোর জন্য রিফ্লেক্টর ও এলইডি লাইট লাগেয়ে দিলাম। যাতে সন্ধ্যার পর রাস্তায় টোটো চলাচল করলে তার পিছনের গাড়ি সামনে কি আছে পরিষ্কার বুঝতে পারে। আমরা লক্ষ্য করেছি অনেক টোটোই গলসি থানা এলাকার বাজার সহ জাতীয় সড়কের উপর দুর্ঘটনা প্রবন একাধিক এলাকা দিয়ে নিত্য যাতায়াত করে। বেশকিছু টোটোর সামনে পিছনে লাইট ও হর্ন নেই। এই অবস্থায় টোটো রাস্তায় চালানো যাবে না। টোটো চালক ও যাত্রীদের পক্ষে এটা বিপজ্জনক। বিপদ ঘটতে মুহূর্ত লাগে না, তাই নির্দিষ্ট নিয়ম মেনেই টোটো চালাতে হবে। তাছাড়া জাতীয় সড়কের উপর খুব প্রয়োজন ছাড়া যাওয়া হবে না। টোটো চালক, আলিম মন্ডল, সেখ বাপিরা বলেন, পুলিশের পক্ষ থেকে তাদের সতর্ক করা হয়েছে। এমন কাজের জন্য তারা ভালো উপকৃত হবেন। এদিনের সচেতনতার শিবিরে উপস্থিত ছিলেন গলসি থানার মেজবাবু রতন দাস, ট্রাফিক নোডাল অফিসার মোহন চক্রবর্তী সহ গলসি থানার পুলিশ কর্মীরা। থানার অফিসার রতন দাস জানান, থানার পক্ষ থেকে প্রায়ই টোটো চালকদের সচেতন করা হয়। এদিন ২ নম্বর ব্লকের টোটো চালকদের নিয়ে এই সচেতনতার কর্মসূচি নেওয়া হয়েছিল। পরবর্তীকালে ১ নম্বর ব্লকের টোটো দের নিয়ে একই ধরনের কর্মসূচি নেওয়া হবে।