|
---|
নিজস্ব সংবাদদাতা : ১২ ডিসেম্বর ২০২২, সোমবার মামূন ন্যাশনাল স্কুলের পানাগর,গার্লস শাখায় সারাদিন ব্যাপী এক মনোজ্ঞ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রাক্তন আই এ এস, বিশিষ্ট শিক্ষাবিদ,জি ডি মনিটরিং কমিটির চেয়ারম্যান জনাব নুরুল হক সাহেব এবং তাঁর স্ত্রী মুনিরা বেগম। মামূন ন্যাশনাল স্কুলের তিনটি ক্যাম্পাস পরিদর্শন করেন তারা। পাশাপাশি আরও দুটি শাখা পান্ডুয়া ও মেমারি ক্যাম্পাস পরিদর্শন করন। গতকাল সন্ধ্যায় পৌঁছান পানাগর,গার্লস ক্যাম্পাসে।
সন্ধ্যা আটটায় দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রীদের নিয়ে তাদের ক্যারিয়ার বিষয়ে দীর্ঘ আলোচনা করেন। উপস্থিত ছাত্রীরা এইচ এস পরবর্তী পড়াশোনা ও ক্যারিয়ার বিষয়ে নানাবিধ প্রশ্ন করে জনাব হক সাহেবকে। প্রশ্ন-উত্তর পর্বের মধ্য দিয়ে গতকালের এই সুন্দর অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।
আজ সকালে উচ্চ মাধ্যমিক স্তরের বিভিন্ন সাবজেক্ট-এর (পদার্থ ,রসায়ন, বায়োলজি ইত্যাদি) টিচারদের সাথে তিনি আলোচনায় সামিল হন। আলোচনার শেষে একাদশ ও দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রীদের দীর্ঘক্ষন ক্লাস নেন। প্রচুর উৎসাহ ও উদ্দীপনা নিয়ে ছাত্রীরা ক্লাস করে এবং ফিজিক্সের বহু বিষয়ে তারা দারুনভাবে সমৃদ্ধ হয়।
দুপুরের পর বিদ্যালয়ের অনুষ্ঠান শুরু হয় । জনাব হক সাহেব ক্যাম্পাসের মিনি ইনডোর হলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সেক্রেটারি কাজী মোহাম্মদ ইয়াসিন সাহেব, কাজী ত্বহসিন সাহেব ও বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা মন্ডলী। তিনি বলেন, “এই ধরনের পদক্ষেপ মেয়েদের খেলাধুলার সুযোগ এনে দেবে এবং মেয়েদের মনের স্বাস্থ্যের বিকাশ ঘটাবে।”
ক্যারিয়ার কাউন্সেলিং এবং মোটিভেশনাল মূল প্রোগ্রাম হয় বিদ্যালয়-এর মাঠে। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ও বক্তা ছিলেন জনাব নুরুল হক সাহেব। কেরাত পাঠ দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এই আলোচনাসভায় সভাপতির পদ অলংকৃত করেন বিশিষ্ট শিক্ষক সিরাজুল ইসলাম সাহেব। এছাড়া উপস্থিত ছিলেন মামূন ন্যাশনাল স্কুলের সেক্রেটারি কাজী মোঃ ইয়াসিন সাহেব ,সিদ্দিকি আকবর মিশনের সেক্রেটারি জনাব মাসুদ মিদ্দ্যা, বড়জোড়া কিশলয় মিশনের সেক্রেটারি জনাব রবিউল হোসেন মন্ডল সাহেব, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা মন্ডলী ও এই এলাকার বিশিষ্টজনেরা। অতিথিদের ফুল ও অন্যান্য সামগ্রী দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সঞ্চালিকার দায়িত্ব পালন করেন ইংরেজি শিক্ষিকা পূজা সাউ ।দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী রূকসা মন্ডল-এর সংগীত এর মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়। অনুষ্ঠান বিষয়ে উপস্থিত সকলে সন্তোষ প্রকাশ করেন।