|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: আশঙ্কা ছিলই, এবার তা বাস্তবও হল। দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর কাজের প্রথম দিনেই খারাপ খবর দেশের অর্থনীতির জন্য। চিনের কাছে বিশ্বের দ্রুততম বৃদ্ধির দেশের তকমা হারাল ভারত। অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিক আর্থিক বৃদ্ধির হার ৬.৬%-এর তুলনায় ৫.৮%-এ নেমে এল জানুয়ার-মার্চের ত্রৈমাসিক বৃদ্ধির হার।
মার্চ ত্রৈমাসিকে পড়শি দেশ চিনের বৃদ্ধির হার ৬.৪%। যা ডিসেম্বর ত্রৈমাসিকের সমান।
বণিকসভার এক সমীক্ষায় ২০১৮-১৯ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিক (জানুয়ারি-মার্চ) বৃদ্ধির হার ৬.৫% আশা করা হয়েছিল। তবে তা আরও কমে যাওয়ায়, পরপর ছ’টি ত্রৈমাসিকে সর্বনিম্ন হার দেখতে হচ্ছে। ২০১৮-১৯ অর্থবর্ষে GDP বৃদ্ধির হার ছিল ৬.৮%। যা ২০১৪ অর্থবর্ষের পর সর্বনিম্ন।
শুক্রবার ২০১৮-১৯ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিক ও পুরো বছরের বৃদ্ধির হার প্রকাশ করেছে কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রক।
ওয়াকিবহাল মহলের একাংশের মতে, বৃদ্ধি এভাবে কমলে কর্মসংস্থান আরও ধাক্কা খাবে। প্রসঙ্গত, বৃদ্ধির হাল ফেরাতে নয়া মন্ত্রিসভা কোনও সংস্কার-পন্থা নেয় কিনা দেখার।