সংগ্রামপুরে পিএফআই- এর ঈদমিলনোৎসব ও সমাবেশ

নতুন গতি নিউজ ডেস্ক : গতকাল রবিবার দক্ষিণ 24 পরগনার উস্তি থানার সংগ্রামপুর স্টেশন সংলগ্ন ভ্যান রিক্সা স্ট্যান্ডে পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া এক ঈদ মিলনোৎসবের আয়োজন করে। এই উপলক্ষে বিজেপি সরকারের এন আরসি ও জয় শ্রীরাম ধ্বনি দিয়ে মুসলিম দলিত হত্যা ও নির্যাতনের প্রতিবাদে সমাবেশ করা হয়। এছাড়াও এদিন মাধ্যমিকের কৃতী ছাত্র- ছাত্রীদের সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় ও এনআরসি ও জয়শ্রীরাম নিয়ে বিজেপি- আরএসএস সহ সংঘ পরিবার যেভাবে তান্ডব চালাচ্ছে তা নিয়ে তীব্র নিন্দা জানায় পি এফ আই।

    এদিনের সভায় উপস্থিত ছিলেন এসডিপিআই – এর রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম, পিএফআই নেতা মনিরুল মোল্লা, সায়েদুল ইসলাম প্রমুখ । বক্তারা বলেন, সংঘ পরিবার যেভাবে জয়শ্রীরামের নামে দলিত ও সংখ্যালঘুদের যে হামলা ও খুন সংগঠিত করছে তাতে পুলিশ সেভাবে তার ভূমিকা পালন করছে না। বরং পুলিশ অপরাধীদের আড়াল করছে। এর বিরুদ্ধে পাল্টা প্রতিরোধও দরকার। সমস্ত ধর্ম নিরপেক্ষ শক্তিকে একজায়গায় এসে পাল্টা প্রতিরোধ করতে হবে।

    আরো বলেন আজ পশ্চিমবঙ্গে বিগত 8-9 বছর ধরে আর এস এসের ক্যাম্প, সুন্দরবন এলাকায় দুর্গা বাহিনীর ক্যাম্প ও অস্ত্র প্রশিক্ষণ, হিন্দু সংহতির শাখা, হিন্দু জাখরণ মন্চের কার্য কলাপ বেড়েই চলেছে। এগুলো কিন্তু একদিনে হয়নি। আর সংঘ পরিবারের পাপগুলো ঢাকার জন্য বলছে মাদ্রাসা গুলোকে বলির পাঁঠা করছে। পুলার ফ্রন্ট অব ইন্ডিয়া পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা সংগঠিত করবে।