একগুচ্ছ ‘স্মৃতি পুরস্কার’ সম্মাননা প্রদান বঙ্কিম ভবনে

হামিম হোসেন মণ্ডল : ২২ জানুয়ারি, হুগলির চুঁচুড়ায় বঙ্কিম ভবনে বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমী অনুমোদিত ‘দীপায়ন সাহিত্য পত্রিকা’র চতুর্থ জন্মদিন উদযাপন করা হল কেক কেটে বেশ কিছু স্মৃতি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে। ১৭ টি প্রভৃতি পুরস্কার দেওয়া হয়। যেমন ‘সোমনাথ নাগ প্রভৃতি পুরস্কার’, ‘প্রফুল্ল কুমার সরকার ও কনকলতা সরকার স্মৃতি পুরস্কার’ প্রভৃতি। গল্পের জন্য ‘মণিভূষণ চক্রবর্তী স্মৃতি পুরস্কার’ পেলেন আয়োজক পত্রিকা গোষ্ঠীর‌ই এডমিন গৌতম কুমার রায়। পত্রিকার সঙ্গে সংশ্লিষ্টরাই পুরস্কৃত হলেন।পত্রিকার সম্পাদিকা শিলাবৃষ্টি ‘নতুন গতি’কে জানালেন, ‘কবিদের সম্মান প্রদানই আমাদের লক্ষ্য। এবার আমার মনের তাগিদে আমার গ্রুপের বয়স্ক মানুষদের যারা ঘন্টার পর ঘণ্টা দর্শক আসনে বসে থাকেন তাদের মঞ্চে বসিয়েছি, সম্মাননা দিয়েছি।’ মঞ্চে ছিলেন শহীদ প্রদ্যোৎ ভট্টাচার্যের ভাগ্না (বোনপো) কবি চন্দন চক্রবর্তী ও ভাগ্নী (বোনঝি) অলকানন্দা চক্রবর্তী, স্থানীয় পৌরসভার চেয়ারম্যান অমিত রায়, ক্যালিফোর্নিয়ার প্রবাসী বাঙালি চিত্রা দাশগুপ্ত, নিশিকান্ত পাহাড়ী, বরুণ চক্রবর্তী প্রমুখ। মূল মঞ্চে ভূমিপুত্র শহীদ প্রদ্যোৎ ভট্টাচার্যের ছবিতে মাল্যদান করেন অতিথিরা।

    সভা কক্ষের বাইরে রাখা ছিল একাধিক বিশিষ্ট প্রয়াত ব্যক্তিদের ছবি। সেখানে সাহিত্য বন্ধু সোমনাথ নাগের ছবিতে প্রথমে মাল্যদান করেন তাঁর‌ই সহধর্মিনী যুথিকা নাগ এবং আরেকজন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নির্মিতা পাহাড়ী এবং ইলোরা চক্রবর্তী।