শায়ক পত্রিকার ১৬২ তম সাহিত্য সভা অনুষ্ঠিত হল

আলিফ ইসলাম : ০৩ সেপ্টেম্বর,কলকাতার শায়ক পত্রিকার ১৬২ তম সাহিত্য সভা অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার জামালপুর সংলগ্ন সেলিমাবাদ উচ্চ বিদ্যালয়ে। বৃষ্টি স্নাত এবং ট্রেন বিভ্রাটের মধ্যেও শায়কের সম্পাদক শেখর দাস, স্বাতী ঘোষ,মনোজ কুমার রথ প্রমুখ কলকাতা থেকে এবং রাজু শর্মা ইলামবাজার থেকে এসে উপস্থিত হয়েছিলেন। বর্ধমান থেকে বিশিষ্ট সঞ্চালক শ্যামা প্রসাদ চৌধুরী ও তাঁর সুযোগ্য ছাত্র সেখ জাহাঙ্গীর, মেমারি থেকে সন্দীপ রায়,মিলি বিশ্বাস, সত্য রঞ্জন বিশ্বাস ও সুফি রফিক উল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া সেলিমাবাদ সংলগ্ন জামালপুর, সাদিপুর,মণিরামবাটি,চকদিঘী, শুড়ে কালনা,গুড়েঘর প্রভৃতির সঙ্গে ইলামবাজার থেকে শুধুমাত্র একটি কবিতার টানে এবং শায়কের শেখর দাস, সুরমান আলি মল্লিক প্রমুখের আহ্বানে সকলে উপস্থিত হয়েছিলেন এই মহতী সাহিত্য সভায়। মঞ্চাসীন গুণীজন হলেন বর্ষীয়ান কৃষ্ণবন্ধু বন্দ্যোপাধ্যায়, সতীরঞ্জন আদক, সেলিমাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভোলানাথ কর্মকার এবং শায়ক সম্পাদক শেখর দাস। শুভাশিস হালদার, শুভাশিস মিত্র, বাসুদেব সাঁতরা,ডাঃ শুকদেব ঘোষ , কৃপাসিন্ধু পাইন, কাশীনাথ মোদক,সেখ সাহিন আলি, তৃণাঞ্জন হালদার, যাদব চন্দ্র দে এবং শায়কের আপ্যায়নে নারীশক্তি ফিরোজা বেগম ও তন্দ্রা সাঁতরা প্রমুখ উপস্থিত ছিলেন প্রায় ত্রিশ জন উপস্থিত ছিলেন। ফিরোজা বেগম,তন্দ্রা সাঁতরা ও মিলি বিশ্বাস শায়কের পক্ষ থেকে চন্দনের ফোঁটা, রাখী, ফুটন্ত গোলাপ ও মানিপ্ল্যান্ট সহযোগে সাহিত্য সভা টি কে যেন ভ্রাতৃত্বের বন্ধনে একসূত্রে গেঁথে দিয়েছিলেন।সমগ্ৰ অনুষ্ঠানটিকে সুচারু সঞ্চালনায় ছিলেন শ্যামা প্রসাদ চৌধুরী, সেখ জাহাঙ্গীর এবং সুরমান আলি মল্লিক।