১১ই মে, কোচবিহার: ভোট চলাকালীন দিনহাটায় অশান্তি ৷ মাতালহাটে বুথের বাইরে তৃণমূল-বিজেপি সংঘর্ষের জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায় ৷ বৃহস্পতিবার মাতালহাটের রসমণ্ডা স্কুলে ঘটনা ৷ সংঘর্ষের জেরে আহত হয়েছন বিজেপির বেশ কয়েকজন কর্মী ৷ সংঘর্ষের রিপোর্ট চাইল কমিশন ৷