|
---|
দেবজিৎ মুখার্জি: “কুস্তিগীর যৌন হেনস্তা মামলায় ব্রিজভূষণ সরণ সিং-এর বিরুদ্ধে মামলা চালিয়ে যাওয়ার অনেক প্রমাণ পাওয়া গিয়েছে” আদালতে এমনটাই জানিয়েছেন দিল্লি পুলিশের আইনজীবী অতুল শ্রীবাস্তব।
ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ (কোনও মহিলার সম্মানহানীর উদ্দ্যেশে অপরাধমূলক বলপ্রয়োগ) ৩৫৪ ‘এ’ (যৌন হেনস্থা), ৩৫৪ ‘ডি’ (গোপনে অনুসরণ করা) ধারায় ব্রিজভূষণকে অভিযুক্ত করার প্রক্রিয়া চলছে। আগামী ১৯শে আগস্ট এই মামলার পরবর্তী শুনানি হবে। সে দিন অভিযুক্তদের আইনজীবীরা সওয়াল করার সুযোগ পাবেন।